আগে কে জানে গো এমন হবে ৷
গৌর প্রেম করে আমার
কুলমান যাবে ॥
ছিলাম কুলের কুলবালা
প্রেম ফাঁদে বাঁধল গলা
টানলে তো আর না যায় খোলা
বললে কে বোঝে ॥
যা হবার হলো আমার তাই
এখন আমি এই বর চাই
যাতে মজেছি তাই যেন পাই
লালন বলে কুলবালাই গেলো ভবে ॥
#LalonGiti #LalonGeeti #লালনগীতি
একটি মন্তব্য পোস্ট করুন
একটি মন্তব্য পোস্ট করুন
=== জয় গুরু ===
বিশুদ্ধ প্রচারের স্বার্থে, লিরিক্সে ভুলভ্রান্তি
অথবা, আপনার যে কোন মন্তব্য, অভিযোগ, অনুরোধ, আমাদের কমেন্ট করে জানান। ...