আগে গুরুরতি কর সাধনা ৷
ভব-বন্ধন কেটে যাবে
আসা-যাওয়া রবে না ॥
প্রবর্তের গুরু চেন,
পঞ্চতত্ত্বের খবর জান
নামে রুচি হলে জীবের
কেন, দয়া হবে না ৷
প্রবর্তের কাজ না সারিতে,
চাও যদি মন সাধু হতে
ঠেকবি যেয়ে মেয়ের হাতে,
লম্ফতে আর সারবে না ॥
প্রবর্তের কাজ আগে সার,
মেয়ে হয়ে মেয়ে ধর
সাধনদেশে নিশান গাড়,
রবে ষোলআনা ৷
রেখ শ্রীগুরুতে নিষ্ঠারতি,
ভজন পথে রেখ মতি
আঁধার ঘরে জ্বলবে বাতি,
অন্ধকার রবে না ॥
মেয়ে হয়ে মেয়ের বেশে,
ভক্তিসাধন কর বসে
আদি চন্দ্র রাখ কষে,
কখনো তারে ছেড় না ৷
ডোব গিয়ে প্রেমানন্দে,
সুধা পাবে দন্ডে দন্ডে
লালন কয় জীবের পাপ খন্ডে,
আমার মুক্তি হলো না ॥
#LalonGiti #LalonGeeti #লালনগীতি
একটি মন্তব্য পোস্ট করুন
একটি মন্তব্য পোস্ট করুন
=== জয় গুরু ===
বিশুদ্ধ প্রচারের স্বার্থে, লিরিক্সে ভুলভ্রান্তি
অথবা, আপনার যে কোন মন্তব্য, অভিযোগ, অনুরোধ, আমাদের কমেন্ট করে জানান। ...