আগে শরিয়ত জান বুদ্ধি শান্ত করে ৷
রোজা আর নামাজ শরিয়তের কাজ
ঠিক শরিয়ত বলছ কারে ॥
রোজা নামাজ হজ কালেমা যাকাত
তাই করিলে কি হয় শরিয়ত
বলো শরা কবুল কর রে ;
ভাবে জানা যায়, কলমা শরিয়ত নয়
শরিয়তের অর্থ কিছু থাকতে পারে ॥
রে-ফের বেইমান যারা
শরিয়তের আঁক চেনে না
শুধু মুখে তোড় ধরে ;
চিনতো যদি আঁক, অদেখা নিয়াত
নিয়ত বাঁধতে না কভু বর্জোখ ছেড়ে ॥
শরিয়তের গম্ভু ভারি
যে যা বোঝে সে ফল তারি
হয় আখেরে;
লালন বলে মোর, ভক্তিহীন অন্তর
মারি অস্ত্র মূলে, লাগে ডালের পরে ॥
#LalonGiti #LalonGeeti #লালনগীতি
একটি মন্তব্য পোস্ট করুন
একটি মন্তব্য পোস্ট করুন
=== জয় গুরু ===
বিশুদ্ধ প্রচারের স্বার্থে, লিরিক্সে ভুলভ্রান্তি
অথবা, আপনার যে কোন মন্তব্য, অভিযোগ, অনুরোধ, আমাদের কমেন্ট করে জানান। ...