আশেকে বিনা ভেদের কথা
কে আর পোছে ৷
শুধালে খলিফা সবে
রাসুল বলেছে ॥
মাশুকে যে আশেকি
খুলে যায় তার দিব্য আঁখি
নফছ আল্লা নফছ নবি
দেখবে অনাসে ॥
যিনি মুর্শিদ রাসুল উল্লা
সাবুদ কোরান কালুল্লা
আশেকে বলিলে আল্লা
তাও হয় সে ॥
মুর্শিদের হুকুম মান
দায়েমী নামাজ জান
রাসুলের ফরমান
লালন তাই বলে ॥
#LalonGiti #LalonGeeti #লালনগীতি
একটি মন্তব্য পোস্ট করুন
একটি মন্তব্য পোস্ট করুন
=== জয় গুরু ===
বিশুদ্ধ প্রচারের স্বার্থে, লিরিক্সে ভুলভ্রান্তি
অথবা, আপনার যে কোন মন্তব্য, অভিযোগ, অনুরোধ, আমাদের কমেন্ট করে জানান। ...