ওমা যশোদে কৃষ্ণধনকে দে মা গোষ্ঠে যাই
সব রাখালে গেছে চলে
বাকি আছে বলাই কানাই ॥
ওঠরে ভাই নন্দের কানু
বাতানেতে বাঁধা ধেনু
গগনে উদিত ভানু
আর তো নিশি নাই;
কেন মায়ের কোলে রইলে ঘুমে
ঘুম ভাঙ্গে নাই ও ভাই কানাই ॥
গোচারণে গোষ্ঠের পথে
কষ্ট নাই মা গোষ্ঠে যেতে
আমরা সবাই কান্ধে করে
গোপালকে লয়ে যাই;
তোর গোপালের ক্ষুধা হলে
মা দণ্ডে দণ্ডে ননী খাওয়ায় ॥
আমরা যত রাখালগণে
ঘুরি সবে বনে বনে
সারাদিনে জনে জনে, যত ফল পাই;
লালন কয় রাখালে
ফল খেয়ে মিঠা হলে
গোপালকে খাওয়ায় ॥
#LalonGeeti #LalonGiti #লালনগীতি
একটি মন্তব্য পোস্ট করুন
একটি মন্তব্য পোস্ট করুন
=== জয় গুরু ===
বিশুদ্ধ প্রচারের স্বার্থে, লিরিক্সে ভুলভ্রান্তি
অথবা, আপনার যে কোন মন্তব্য, অভিযোগ, অনুরোধ, আমাদের কমেন্ট করে জানান। ...