ও মন দেহের খবর না জানিলে
মানুষ রতন ধরা যায় না।
আপন দেহে মানুষ আছে।
কর তাহার ঠিকানা ॥

জীবআত্মা পরমাত্মা
পরমেশ্বর আত্মা ঈশ্বর আত্মা
ভূত আত্মা দিয়ে পঞ্চআত্মা
দড় হয় এদের চিনা ॥

দলপদ্মে রঙ দেখলে পরে
তবেই চিনা যাবে আপনারে
অন্যে কি তাই বলবে তোরে
কর গুরুর সাধনা ॥

ঘুমায় যখন এই মানুষে
মন মানুষ রয় দেশে দেশে
লালন বলে গতি পাই উদ্দিশে
এমন অমূল্য ধন দেখলে না ॥


#LalonGeeti #LalonGiti #লালনগীতি