ও মন দেহের খবর না জানিলে
মানুষ রতন ধরা যায় না।
আপন দেহে মানুষ আছে।
কর তাহার ঠিকানা ॥
জীবআত্মা পরমাত্মা
পরমেশ্বর আত্মা ঈশ্বর আত্মা
ভূত আত্মা দিয়ে পঞ্চআত্মা
দড় হয় এদের চিনা ॥
দলপদ্মে রঙ দেখলে পরে
তবেই চিনা যাবে আপনারে
অন্যে কি তাই বলবে তোরে
কর গুরুর সাধনা ॥
ঘুমায় যখন এই মানুষে
মন মানুষ রয় দেশে দেশে
লালন বলে গতি পাই উদ্দিশে
এমন অমূল্য ধন দেখলে না ॥
#LalonGeeti #LalonGiti #লালনগীতি
একটি মন্তব্য পোস্ট করুন
একটি মন্তব্য পোস্ট করুন
=== জয় গুরু ===
বিশুদ্ধ প্রচারের স্বার্থে, লিরিক্সে ভুলভ্রান্তি
অথবা, আপনার যে কোন মন্তব্য, অভিযোগ, অনুরোধ, আমাদের কমেন্ট করে জানান। ...