আরে ও মন নায়ের মাঝি,
কি হইয়াছে তুমার আজি,
- অরে মন নায়ের মাঝি ।
ঠিক করিয়া হাইল ধরনা,
দাড়ি মাল্লা কেও নয় রাজি
নায়ের মাঝি হইয়া তুমি,
কর বাজীগরের বাজী ॥
এর লাগিয়া তেক্ত হইয়া,
রইছে তুমার বাবাজী
ছাড় ছাড় চক্কর মক্কর,
মনরে দুরাচার পাজী ।
মন ভুলাকি পড়িয়া আছে
বিচার যে করিবে কাজী ॥
হাছন রাজা বলে ও মন
ছাড়িও তুমি ঘুড়া তাজি।
ধরে কাটীও কুটী মারিও,
পিচিয় তেরে তুমি শিত্রি গাজী
হাছন রাজায় বলেরে মন
ধরছে তুমায় আসিয়া মুজি।
আরে কাটিয় কুটিয় মারিয় পিঠির
হাওরে তুমি শিত্রি এ গাজী ॥
একটি মন্তব্য পোস্ট করুন
একটি মন্তব্য পোস্ট করুন
=== জয় গুরু ===
বিশুদ্ধ প্রচারের স্বার্থে, লিরিক্সে ভুলভ্রান্তি
অথবা, আপনার যে কোন মন্তব্য, অভিযোগ, অনুরোধ, আমাদের কমেন্ট করে জানান। ...