আশেকগণ দেওয়ানা
মরণের ভয় করেনা
মরণের আগে মরে
অরসিক তা জানে না

সৃষ্টি হতে আদম সফি
ভবে এলেন যতো নবী ।
তারাই ছিলো আসল পাগল
তারাই ছিলো প্রেমের পাগল
আশেক দেওয়ানা

আল্লাহ নবী প্রেম করিয়া
ভবে আছে লুকাইয়া ।
তারাই ছিলো আশেক পাগল
তারাই ছিলো প্রেমের পাগল
আশেক দেওয়ানা রে

চাঁদমদন কয় আশেক হইয়া রে
চাঁদমদন কয় আশেক হইয়া
দিল রওশনে লও খুঁজাইয়া ।
চাঁদমদন কয় আশেক হইয়া
দিল রওশনে লও খুঁজাইয়া
পাগল গণি বলে এসে ভবে
গণি বলে এসে ভবে
মানুষ মুর্শিদ ভজলাম না


Song: Ashekgon Dewana Singer: mix Lyrics & Tune: Goni Pagol


Ashek people are crazy not afraid of death die before death Arsik does not know that. From creation, Adam is Sufi As many prophets came to mind. They were the real crazy ones They were crazy about love Almost crazy God loves the Prophet I think it is hidden. They were almost crazy They were crazy in love You are so crazy. Chandmadan kay Ashek hai re How much is Chandmadan? Look for it in the light. How much is Chandmadan? Look at the light Crazy maths come and think Gani will come and think I did not worship people.