আলিফ লাম মীমেতে
কোরান তামাম শোধ লিখেছে ৷৷

আলিফে আল্লাহজি, মিম মানে নবী
লামের হয় দুই মানে
এক মানে হয় শরায় প্রচার
আরেক মানে মারফতে ৷৷

দারমেয়ানি লাম, আছে ডানি বাম
আলিফ মীম দুইজনে,
যেমন গাছ বীজ অঙ্কুর, এই মতো ঘোর
আমি না পারি বুঝিতে ৷৷

ইশারার বচন কোরানের যেমন
হিসাব কর এই দেহেতে
পাবি লালন সব অন্বেষণ
ঘুরিসনে ঘোর-পথে ৷৷



#LalonGeeti #LalonGiti #লালনগীতি