দেখ দেখ নূর পিয়ালা
আগে থেকে কবুল কর।
নিজ জান পরিচয় করে
দেখ খোদা বলছ কার 

নূর মানে নিজ নবীর আত্মা
আপনার কালেবে আছে তা
হায়াতে সেই মোহাম্মদা
জিন্দা এই চার যুগের পর 

যদি চিনতে পার সেই নবী
এলেম হাছেল সেইজন হবি
তোমার এই দীনের খোবি
প্রকাশ হবে দীপ্তকার 

ডুব না জেনে ডুবতে চাও মন
পানিতে ভাসে কলার গাছ যেমন
দরবেশ সিরাজ সাঁই কয় অবোধ লালন
গুরুচরণ সার কর 


#LalonGiti  #LalonGeeti  #লালনগীতি