জানব হে এই পাপী হইতে।
যদি এসেছ হে গৌর
জীবকে ত্বরাইতে ॥
নদীয়া নগরে ছিল যতজন
সবারে বিলাতে প্রেম রত্ন ধন
আমি নরাধম, না জানি মরম
চাইলে নাহে গৌর আমার পানেতে ॥
তোমারি সুপ্রেমেরি হাওয়ায়
কাঠের পুতুল নলিন হয়
আমি দীনহীন, ভজন বিহীন
অপার হয়ে পড়ে আছি কূপেতে ॥
মালোয়া পর্বতের উপর
যত বৃক্ষ সকলই হয় সার
কেবল জানা, বাঁশে সার হয় না
লালন পল তেমনি প্রেমশূন্য চিত্তে ॥
#LalonGiti #LalonGeeti #লালনগীতি
একটি মন্তব্য পোস্ট করুন
একটি মন্তব্য পোস্ট করুন
=== জয় গুরু ===
বিশুদ্ধ প্রচারের স্বার্থে, লিরিক্সে ভুলভ্রান্তি
অথবা, আপনার যে কোন মন্তব্য, অভিযোগ, অনুরোধ, আমাদের কমেন্ট করে জানান। ...