জান-গে যা সেই রাগের করণ।
যাতে কৃষ্ণ বরণ হলো
গৌর বরণ 

শতকোটি গোপী সঙ্গে
কৃষ্ণপ্রেম রস রঙ্গে
সে যে টলের কার্য নয়, অটল না বলয়
সে আৱ কেমন 

রাধাতে যে ভাব কৃষ্ণে
জানে না তা গোপীগণে
সে ভাব না জেনে, সে সঙ্গ কেমনে
পাবে কোনজনে 
লনগীত
শম্ভুরসের উপাসনা
না জানিলে রসিক হল না
লালন বলে সে যে, নিগূঢ় করণ ব্রজে
অকৈতব ধন 


#LalonGiti  #LalonGeeti  #লালনগীতি