জান-গে যা সেই রাগের করণ।
যাতে কৃষ্ণ বরণ হলো
গৌর বরণ ॥
শতকোটি গোপী সঙ্গে
কৃষ্ণপ্রেম রস রঙ্গে
সে যে টলের কার্য নয়, অটল না বলয়
সে আৱ কেমন ॥
রাধাতে যে ভাব কৃষ্ণে
জানে না তা গোপীগণে
সে ভাব না জেনে, সে সঙ্গ কেমনে
পাবে কোনজনে ॥
লনগীত
শম্ভুরসের উপাসনা
না জানিলে রসিক হল না
লালন বলে সে যে, নিগূঢ় করণ ব্রজে
অকৈতব ধন ॥
#LalonGiti #LalonGeeti #লালনগীতি
একটি মন্তব্য পোস্ট করুন
একটি মন্তব্য পোস্ট করুন
=== জয় গুরু ===
বিশুদ্ধ প্রচারের স্বার্থে, লিরিক্সে ভুলভ্রান্তি
অথবা, আপনার যে কোন মন্তব্য, অভিযোগ, অনুরোধ, আমাদের কমেন্ট করে জানান। ...