কোন কূলতে যাবি মনরায় ।
গুরুকুল ধরতে গেলে
লোককুল ছাড়তে হয় ॥
দুকূল ঠিক রয়না গাঙে
এক কূল গড়ে এক কূল ভাঙ্গে
তমনি যেন সাধুর সঙ্গে
বেদবিধির কুল দূরে রয় ॥
রোজা-পূজা জাতের আচার
মন যদি চায় কর এবার
বেজাতের কাজ বেদান্তর
মায়াবাদীর কার্য নয় ॥
ভেবে বুঝে এক কুল ধর
দোটানায় কেন ঘুরে মর
সিরাজ সাঁই কয় লালন তোর
ফুঁ ফুরাবে কোন সময় ॥
#LalonGiti #LalonGeeti #লালনগীতি
একটি মন্তব্য পোস্ট করুন
একটি মন্তব্য পোস্ট করুন
=== জয় গুরু ===
বিশুদ্ধ প্রচারের স্বার্থে, লিরিক্সে ভুলভ্রান্তি
অথবা, আপনার যে কোন মন্তব্য, অভিযোগ, অনুরোধ, আমাদের কমেন্ট করে জানান। ...