কোন কলে নানা ছবি
নাচ করে সদায়।
কোন কলে হয় নানাবিধ
আওয়াজ উদয় ॥
কলমা পড়ি কল চিনিনে
যে কলে ওই কলমা বলে
উপর উপর ঘুরে বেড়ালে
গভীরে ডুবল না হৃদয় ॥
কলের পাখী কলের ঢুয়া
কলের মহর গিরে দেওয়া
কল ছুটিলে যাবে হাওয়া
পড়ে রবে কে কোথায় ॥
আপনা দেহের কল না ঢুঁড়ে
বিভোর হলে কলমা পড়ে
লালন বলে মুর্শিদ ছেড়ে
কে কোথায় পায় ॥
#LalonGiti #LalonGeeti #লালনগীতি
একটি মন্তব্য পোস্ট করুন
একটি মন্তব্য পোস্ট করুন
=== জয় গুরু ===
বিশুদ্ধ প্রচারের স্বার্থে, লিরিক্সে ভুলভ্রান্তি
অথবা, আপনার যে কোন মন্তব্য, অভিযোগ, অনুরোধ, আমাদের কমেন্ট করে জানান। ...