ভাবের উদয় যেদিন হবে।
সেদিন হৃদকমলে রূপ
ঝলক দিবে ॥
শতদল সহস্র দল
‘একরূপে করেছে আলো
সেইরূপে যে নয়ন দিল
মহাকাল শমনে তার কি করিবে ॥
ভাবশূন্য হইলে হৃদয়
বেদ পড়িলে কি ফল হয়
ভাবের ভাবি থাকলে সদায়
গুপ্ত ব্যক্ত নিলা সব জানা যাবে ॥
অদৃশ্য সাধন করা
যমন আঁধার ঘরে সর্প ধরা
লালন বলে ভাবুক যারা
জ্ঞানের বাতি জ্বেলে সে চরণ পাবে ॥
#LalonGeeti #LalonGiti #লালনগীতি
একটি মন্তব্য পোস্ট করুন
একটি মন্তব্য পোস্ট করুন
=== জয় গুরু ===
বিশুদ্ধ প্রচারের স্বার্থে, লিরিক্সে ভুলভ্রান্তি
অথবা, আপনার যে কোন মন্তব্য, অভিযোগ, অনুরোধ, আমাদের কমেন্ট করে জানান। ...