মনে রবে কি না রবে আমারে
সে আমার মনে নাই ৷
ক্ষণে ক্ষণে আসি তব দুয়ারে,
অকারণে গান গাই ৷৷
চলে যায় দিন, যতখন আছি
পথে যেতে যদি আসি কাছাকাছি,
তোমার মুখের চকিত সুখের
হাসি দেখিতে যে চাই—
তাই অকারণে গান গাই ৷৷
ফাগুনের ফুল যায় ঝরিয়া
ফাগুনের অবসানে-
ক্ষণিকের মুঠি দেয় ভরিয়া,
আর কিছু নাহি জানে ৷
ফুরাইবে দিন, আলো হবে ক্ষীণ,
গান সারা হবে গো, থেমে যাবে বীণ,
যতখন থাকি ভরে দিবে না কি
এ খেলারই ভেলাটাই—
তাই অকারণে গান গাই ৷৷
#RabindraSangeet #RabindranathTagore #রবীন্দ্র সঙ্গীত #গীতাঞ্জলী
একটি মন্তব্য পোস্ট করুন
একটি মন্তব্য পোস্ট করুন
=== জয় গুরু ===
বিশুদ্ধ প্রচারের স্বার্থে, লিরিক্সে ভুলভ্রান্তি
অথবা, আপনার যে কোন মন্তব্য, অভিযোগ, অনুরোধ, আমাদের কমেন্ট করে জানান। ...