মুখপানে চেয়ে দেখি, ভয় হয় মনে—
ফিরেছ কি ফের নাই, বুঝিব কেমনে ৷৷
আসন দিয়েছি পাতি,
মালিকা রেখেছি গাঁথি,
বিফল হল কি তাহা ভাবি খনে খনে ৷৷
গোধূলি-লগনে পাখি ফিরে আসে নীড়ে,
ধানে ভরা তরীখানি ঘাটে এসে ভিড়ে ৷
আজো কি খোঁজার শেষে
ফের নি আপন দেশে ৷
বিরামবিহীন তৃষা জ্বলে কি নয়নে ৷৷
#RabindraSangeet #RabindranathTagore #রবীন্দ্র সঙ্গীত #গীতাঞ্জলী
একটি মন্তব্য পোস্ট করুন
একটি মন্তব্য পোস্ট করুন
=== জয় গুরু ===
বিশুদ্ধ প্রচারের স্বার্থে, লিরিক্সে ভুলভ্রান্তি
অথবা, আপনার যে কোন মন্তব্য, অভিযোগ, অনুরোধ, আমাদের কমেন্ট করে জানান। ...