এগো লাইন্তি সুন্দরী আমি
মরি তোমায় হেরি।
দেখা দিয়া যাও গিয়া কেন
ঝলমল ঝলমল করি ॥
দেখতে বড় তেরছা বাঁকা
আমার পিয়ারী।
কিবা শোভা দুইটি আঁখি
আর শোভে ভুরি ॥
হাছন রাজায় রাখছে নাম তার
চমৎকার মঞ্জুরী ।
হাছন রাজার এই বাসনা
হইত তোমার অঙ্গি
নছরায় বলে মেরি,
হিন্দু (বলে হরি) কয় ঈশ্বরী ॥
একটি মন্তব্য পোস্ট করুন
একটি মন্তব্য পোস্ট করুন
=== জয় গুরু ===
বিশুদ্ধ প্রচারের স্বার্থে, লিরিক্সে ভুলভ্রান্তি
অথবা, আপনার যে কোন মন্তব্য, অভিযোগ, অনুরোধ, আমাদের কমেন্ট করে জানান। ...