এগো সই সজনী, আমি আছনী নিছনী লইয়া
মরি বন্ধের গো।
বর্ণনা কি করি জ্যোতের
ব্রহ্ম চান্দের গো।
কিবা শোভা ধরে, (ওরে) আমার
হৃদয়ের চান্দে দেখি ।
আরে ঝকমক করে বন্ধের
বাঁকা দুইটি আঁখি গো ॥
দেখিয়া রূপেরি (ওরে) চটক,
হইলাম পাগল ৷
যে দিকে ফিরিয়া চাই (বন্ধে)
করিয়াছে উজ্জ্বল গো ॥
ভ্রমরা ভূজঙ্গ (ওরে) জিনি
চক্ষের দুইটি ভুরি।
ভুরি নয় কাল ধনু (আহা)
ভুহার বাণে মরি গো ॥
বুকেতে লাগিয়া (আরে) বাণ
পৃষ্ঠে হইল পার ।
(আরে) লাগিয়াছে কলিজায় বাণ (ও)
হাছন রাজায় গো ॥
একটি মন্তব্য পোস্ট করুন
একটি মন্তব্য পোস্ট করুন
=== জয় গুরু ===
বিশুদ্ধ প্রচারের স্বার্থে, লিরিক্সে ভুলভ্রান্তি
অথবা, আপনার যে কোন মন্তব্য, অভিযোগ, অনুরোধ, আমাদের কমেন্ট করে জানান। ...