এগো রহিম জান গো
তোর লাগিয়া হাছন রাজা পাগল গো ৷
রহম করিয়া আইস একবার
কোলে লই গো ।
সুন্দর সুন্দর তুমি সংসার জিনিয়া,
সংসার জিনিয়া।
হাছন রাজা পাগল হইছে,
তোমার চান্দ মুখ দেখিয়া ॥
চান্দের লাখান মুখখান তোমার
ঝল্মল্ ঝল্মল্ করে ।
(আরে) যে দেখিল একবার
সে কি আর পাসরে।
আচানক রূপ তোমার,
দেখতে চমৎকার ৷
(আরে) বর্ণনা যে করে রূপের
শক্তি আছে কার ॥
তোমার রূপের কথা
কহন না যায় ।
তুলনা যে দিব কিসে
মুখে না জোওয়ায়।
হাছন রাজায় দেখছে তোমায়
দু নয়ন ভরিয়া ।
সেই কথা মনে হইয়া
নাচে হাতে তালি দিয়া ।
হাছন রাজায় দেখিয়া বলে,
তোমার নূরি অঙ্গ।
কোরবান হইয়াছি আজি
তোমার রাঙ্গ ঠেঙ্গ ॥
একটি মন্তব্য পোস্ট করুন
একটি মন্তব্য পোস্ট করুন
=== জয় গুরু ===
বিশুদ্ধ প্রচারের স্বার্থে, লিরিক্সে ভুলভ্রান্তি
অথবা, আপনার যে কোন মন্তব্য, অভিযোগ, অনুরোধ, আমাদের কমেন্ট করে জানান। ...