আল্লা ভব সমুদূরে
আল্লা ভব সমুদূরে,
তরাইয়া লও মোরে ।
তরান বরান চাই না আমি
কেবল চাই তোরে ॥
তরাও মার যাই কর
এর লাগি কে ঝুরে।
হাছন রাজার মনের সাধ
দেখিত তোমারে ॥
চিত্তে কেন তোমার লাগি
সদায় ধড়ফড় করে।
হাছন রাজার মনে কেবল
থাকত তোর হুজুরে ॥
না চাই ধন, না চাই জন,
না চাই জমিদারি।
হাছন রাজার মনোবাঞ্ছা
থাকত চরণ ধরি ॥
পূর্ণ কর আকাঙ্ক্ষা প্রভু,
ভক্তি করি তোরে।
পদতলে রাখ আশিক
হাছন রাজারে ॥
একটি মন্তব্য পোস্ট করুন
একটি মন্তব্য পোস্ট করুন
=== জয় গুরু ===
বিশুদ্ধ প্রচারের স্বার্থে, লিরিক্সে ভুলভ্রান্তি
অথবা, আপনার যে কোন মন্তব্য, অভিযোগ, অনুরোধ, আমাদের কমেন্ট করে জানান। ...