আরে দেখিলাম রে বন্ধু!
জিগরের চান্দ দেখিলাম রে
সাক্ষাতে আসিয়া বন্ধু
দাঁড়াইল রে ॥
বন্ধু! সাক্ষাতে দাঁড়াইল বন্ধু
নূরেরি বদন।
দেখিয়া তাঁহার রূপ,
মন করে কেমন ॥
ক্ষণে মনে ধড়ফড় করে,
ক্ষণে ছটফট্ করে।
দেখিয়া তাঁহার রূপ
মন বঞ্চে না ঘরে ॥
প্রেমে মত্ত হইয়া কেবল,
নাচা কুদা করি ৷
কি কব রূপেরি বাহার,
বলিতে না পারি ॥
হাছন রাজার মন প্রাণ তো,
লইয়া গেল হরি।
দেখিয়া রূপের ভঙ্গি,
হইলাম প্রেম ভিখারী ॥
একটি মন্তব্য পোস্ট করুন
একটি মন্তব্য পোস্ট করুন
=== জয় গুরু ===
বিশুদ্ধ প্রচারের স্বার্থে, লিরিক্সে ভুলভ্রান্তি
অথবা, আপনার যে কোন মন্তব্য, অভিযোগ, অনুরোধ, আমাদের কমেন্ট করে জানান। ...