আল্লা ছাড়িয়ে থাকিও না,
আল্লা বিনে হাছন রাজায়
মনে রাখিও না
আল্লা ছাড়িয়ে থাকিও না ॥
আল্লা বিনে দিলের চক্ষে
কিছু দেখিও না
আল্লা বিনে আর কিছু
মনে রাখিও না ॥
আল্লার লাগি দিলে জানে
হইও ফানা ।
আল্লার বঙ্গে মিশিয়া যাইও
শুনিও না রে মানা ॥
আল্লা বিনে হাছন রাজা
মনে রাখিও না ।
আল্লা বিনে দিলে জানে
অন্য চাহিও না ॥
আল্লার প্রেমে মজিয়া গাও
বঙ্গ রসের গানা।
গান গাও আল্লায় মিশিয়া,
শুনিও না কেওর মানা ॥
আল্লা বিনে হাছন বাজা
মনে রাখিও না।
আল্লা ছাড়িয়ে থাকিও না ॥
একটি মন্তব্য পোস্ট করুন
একটি মন্তব্য পোস্ট করুন
=== জয় গুরু ===
বিশুদ্ধ প্রচারের স্বার্থে, লিরিক্সে ভুলভ্রান্তি
অথবা, আপনার যে কোন মন্তব্য, অভিযোগ, অনুরোধ, আমাদের কমেন্ট করে জানান। ...