(ভালা) নাচিয়ে নাচিয়ে পিয়ারী যায় রে ।
হাছন রাজার পানে চায় রে ॥
ঠমকাইয়া ঠমকাইয়া যায়,
ফিরিয়া ফিরিয়া ফিরি চায় ।
খেম্টা তালে গান গায় রে ॥
পায়ের ঘুঙ্গুর বাজে,
প্রাণ নিল গায়ের সাজে।
দেখিয়া মম মন মজে,
কি ধরাইব লাজে রে ॥
দেখিয়া পিয়ারীর তারাবারা।
হাছন রাজা হইল মারা,
সুন্দর দেখিয়া ভুলিয়া যায়
হাছন রাজার ধারারে ॥
একটি মন্তব্য পোস্ট করুন
একটি মন্তব্য পোস্ট করুন
=== জয় গুরু ===
বিশুদ্ধ প্রচারের স্বার্থে, লিরিক্সে ভুলভ্রান্তি
অথবা, আপনার যে কোন মন্তব্য, অভিযোগ, অনুরোধ, আমাদের কমেন্ট করে জানান। ...