মন যাইবায় রে ছাড়িয়া
কেহ না পাইব তোমায়
সংসার ধুড়িয়া ॥
কিসের আশা, কিসের বাসা,
কিসের সংসার ।
মইলে পরে ভাবিয়া দেখ
কিছু নয় তোমার ॥
কিসের আশয় কিসের বিষয়,
কিসের জমিদারি
কিসের হয় রামপাশা,
কিসের লক্ষণছিরি ॥
ছাড় ছাড় হাছন রাজা
এই ভবের আশা ।
এই চিন্তা কর পাইতায়
(বন্ধের) চরণ তলে বাসা ॥
একটি মন্তব্য পোস্ট করুন
একটি মন্তব্য পোস্ট করুন
=== জয় গুরু ===
বিশুদ্ধ প্রচারের স্বার্থে, লিরিক্সে ভুলভ্রান্তি
অথবা, আপনার যে কোন মন্তব্য, অভিযোগ, অনুরোধ, আমাদের কমেন্ট করে জানান। ...