মন বাউল ও বাউল
তোর মতি তোর মতি।
লাঙ্গের সঙ্গে মন মজাইয়া
হারাইলায় নিজ পতি ॥
দেশে গেলে লোকে বলে
তুমি যে অসতী।
হাসরের বিচারের কালে
কি হইবে তোর গতি ॥
পতিসেবা না করিলায়
একি তোর রীতি।
কুলটা জগতে হইলায়
ধরিয়া উপপতি ॥
লাঙ্গের সঙ্গ লইলে তোমার
হইবে দুর্গতি।
বুদ্ধি হারাইয়া তুমি হইয়াছ
বেপথি ॥
হাছন রাজায় কান্দিয় বলে,
(করি) রামপাশার উন্নতি
চিরকাল করিবায় নি
রামপাশায় বসতি ॥
একটি মন্তব্য পোস্ট করুন
একটি মন্তব্য পোস্ট করুন
=== জয় গুরু ===
বিশুদ্ধ প্রচারের স্বার্থে, লিরিক্সে ভুলভ্রান্তি
অথবা, আপনার যে কোন মন্তব্য, অভিযোগ, অনুরোধ, আমাদের কমেন্ট করে জানান। ...