মন তুমি কার ভাবে রে হইয়াছ পাগল ।
যুক্তি করি পাগেলা মন,
আমার কাছে বলরে মন।
তুমি কার ভাবে রে ॥
কোথায় ছিলায় কোথায় আইলায়
কোথায় তোমার ঘর
কোনখানে থাক তুমি
জান নি খবর রে ॥
নিতি হাস নিতি খেল
নিতি আছ রঙ্গে।
মরণ কালে পাগেলা মন
কে যাইব তোর সঙ্গে রে ॥
না যাইব মাও সঙ্গে
না যাইব স্ত্রী
যখন আসি পাগেলা মন
যমে নিব ধরি ॥
হীন হাছন রাজায় কইন,
বুঝিতে না পারি গো আল্লা
বুঝিতে না পারি ।
আমি কি বুঝিব গো আল্লা,
তোমার কারিকুরি ॥
একটি মন্তব্য পোস্ট করুন
একটি মন্তব্য পোস্ট করুন
=== জয় গুরু ===
বিশুদ্ধ প্রচারের স্বার্থে, লিরিক্সে ভুলভ্রান্তি
অথবা, আপনার যে কোন মন্তব্য, অভিযোগ, অনুরোধ, আমাদের কমেন্ট করে জানান। ...