মন মনিয়া রে ও মোর
মন মনিয়া ॥
কোন দিন যাইবায় মনিয়া
তুমি উড়িয়া রে ॥
তুমি তো হাওই মনিয়া
শূন্যে যাইবায় উড়িয়া ।
আমি তো মাটির মনিয়া
মাটিতে রইমু পড়িয়া ॥
আমারে থইয়া মনিয়া,
যাইবায় কোন শহর ।
আর না পাইবায় মনিয়া,
আমার খবর ॥
মায়া দয়া নাইরে মনিয়া
তোমার অন্তরে।
কি বুকে ছাড়িয়া যাইবায়,
আমি অভাগীরে ॥
তুমি যে ছাড়িয়া যাইবায়,
এই ভাবনা ভাবিয়া ৷৷
হাছন রাজা ফিরতে আছে,
কান্দিয়া কান্দিয়া ॥
একটি মন্তব্য পোস্ট করুন
একটি মন্তব্য পোস্ট করুন
=== জয় গুরু ===
বিশুদ্ধ প্রচারের স্বার্থে, লিরিক্সে ভুলভ্রান্তি
অথবা, আপনার যে কোন মন্তব্য, অভিযোগ, অনুরোধ, আমাদের কমেন্ট করে জানান। ...