মন চোরা রে, ধমমু কোন ছলে রে মন,
মন চোরা রে
দেহার মাঝে (হায় গো) দিনে রাইতে
লিলা খেলা করে ॥
মন চুরি করে আমার
সান্দাইল ঘরে (ও গুরুজি)।
হাছন রাজা সন্ধান করিয়ে
ধরিতে না পারে।
দেখিয়ে তার রূপের বাহার
ঝিলমিল ঝিলমিল করে।
ঝলমল, ঝলমল, ঝলমল,
ঝলমল কত রঙ্গ ধরে ॥
আজব রঙ্গে প্রিয়া আমার,
আচানক তাঁর আঁখি।
ত্রিজগত ঢুড়িয়া আলাম
এমত নাহি দেখি ॥
হাছন রাজা হইছে পাগল
দেখিয়ে চান্দমুখ ।
ধরতে গেলে না দেয় ধরা
এই যে বড় দুঃখ ॥
কান্দিয়ে হাছন রাজায় বলে,
ধরি কোন ছলে
প্রেমানলে (হায় গো) দিনে রাইতে
জ্বলে জ্বলে জ্বলে ॥
একটি মন্তব্য পোস্ট করুন
একটি মন্তব্য পোস্ট করুন
=== জয় গুরু ===
বিশুদ্ধ প্রচারের স্বার্থে, লিরিক্সে ভুলভ্রান্তি
অথবা, আপনার যে কোন মন্তব্য, অভিযোগ, অনুরোধ, আমাদের কমেন্ট করে জানান। ...