আগে জানলে তোর
ভাঙ্গা নায়ে চড়তাম না ৷
ওরে দূরদেশে পাড়ি ধরতাম না ॥
ছিল সোনার দাঁড় একখানা
পবনের বৈঠা ময়ূরপঙ্খী নাওখানা
গোলুইতে ছিল ফুল তোলা গহনা
চন্দ্র-সূর্য তার জ্যোৎস্না ॥
ছমছম কলকল দরিয়াতে উঠে ঢেউ
ওই মাতঙ্গ তুফান দেখে কেউ
দিও না পারি কারণ দরিয়ায়
নাও ডুবিলে উপায় কি জান না ॥
একটা ছিদ্র ছিল বুঝি নায়ের মাঝখানে
ওরে উঠল পানি ভরে নায়ে তুফানে তুফানে
যদি যেত জানা নায়ের ছিদ্র আছে গোপনে
লালন বলে তা হলে নায়ে চড়তাম না ॥
#LalonGiti #LalonGeeti #লালনগীতি
একটি মন্তব্য পোস্ট করুন
একটি মন্তব্য পোস্ট করুন
=== জয় গুরু ===
বিশুদ্ধ প্রচারের স্বার্থে, লিরিক্সে ভুলভ্রান্তি
অথবা, আপনার যে কোন মন্তব্য, অভিযোগ, অনুরোধ, আমাদের কমেন্ট করে জানান। ...