আগে তুই না জেনে মন দিসনে নয়ন
করি হে মানা ৷
নয়ন দিলে যাবা জন্মের
আর ফিরে আসবে না ॥
নিবার বেলায় কত ছন্দি
নিয়ে করে কপাট বন্দি
ফিরে দেখায় না;
তোর মত ভোলানি ছন্দি
জগতে কেউ জানে না ॥
দেখিনি তার রাঙা-চরণ
না দেখেই ভুলে ছিল মন
করে বন্দনা;
লালন বলে ঐ রাঙা-চরণ
আমার ভাগ্যে হইল না ॥
আর ফিরে আসবে না ॥
নিবার বেলায় কত ছন্দি
নিয়ে করে কপাট বন্দি
ফিরে দেখায় না;
তোর মত ভোলানি ছন্দি
জগতে কেউ জানে না ॥
দেখিনি তার রাঙা-চরণ
না দেখেই ভুলে ছিল মন
করে বন্দনা;
লালন বলে ঐ রাঙা-চরণ
আমার ভাগ্যে হইল না ॥
#LalonGiti #LalonGeeti #লালনগীতি
একটি মন্তব্য পোস্ট করুন
একটি মন্তব্য পোস্ট করুন
=== জয় গুরু ===
বিশুদ্ধ প্রচারের স্বার্থে, লিরিক্সে ভুলভ্রান্তি
অথবা, আপনার যে কোন মন্তব্য, অভিযোগ, অনুরোধ, আমাদের কমেন্ট করে জানান। ...