আমি কি তাই জানলে সাধন সিদ্ধি হয়
আমি কথার অর্থ ভাবি
আমাতে আর আমি নাই ৷৷
অনন্ত শহর বাজারে
আমি আমি শব্দ করে
আমার আমি চিনতে নারে
বেদ পড়ি পাগলের প্রায় ৷৷
মনসুর হল্লাজ ফকির সে তো
বলেছিল আমি সত্য
সই হল সাঁইর আইন মত,
সবাই কি তার মর্ম পায় ৷৷
কুমবে এজনি কুমবে এজনিল্লা
সাঁইর হুকুম দুই আমি হিল্লা
লালন বলে এ ভেদ খোলা
আছেরে মুর্শিদের
ঠাঁই
৷৷#LalonGeeti #LalonGiti #লালনগীতি
একটি মন্তব্য পোস্ট করুন
একটি মন্তব্য পোস্ট করুন
=== জয় গুরু ===
বিশুদ্ধ প্রচারের স্বার্থে, লিরিক্সে ভুলভ্রান্তি
অথবা, আপনার যে কোন মন্তব্য, অভিযোগ, অনুরোধ, আমাদের কমেন্ট করে জানান। ...