জ্বালাইল কে পিরীতের আগুন
মম মনে রে।
মানে না মানে না মনে
প্রাণ বন্ধু বিহনে রে ॥

যে জ্বালাইল প্রেমানল,
সে যদি করে শীতল ।
তবে রব এ ভূতল,
নতুবা প্রাণ যাবে রে ॥

দাবানল যে দিয়াছে,
সে বিনে প্ৰাণ নাহি বাঁচে
দেখা দেয় না আয় না কাছে
মন চুরি করিয়ে রে ॥

হাছন রাজার মন চোরা,
ধরতে গেলে না যায় ধরা
লাগাইছে পিরীতের বেড়া
আড়ালে থাকিয়া রে ॥