কেন আইলায় না রে,
রাধার কালাচান্দ ।
বাঁশীটি বাজাইয়া আমার,
লইয়া যাও পরাণ ॥
তমালেরি ডালে বসি,
সদায় বাজাও বাঁশী।
শুনিয়া বাঁশীর রব,
হইলাম উদাসী ॥
বাঁশীর সুর শুনিয়া আমি
বঞ্চিতে না পারি।
ঘরের কোণে পিছের ধাইরে,
করি ঘুরাঘুরি ॥
কলঙ্কিত হইয়া আছি,
হইছে জানাজানি।
ঘরে বাইরে, আরিপরিয়ে,
করে কানাকানি ॥
মায়ে বাপে গুষ্টিকুটুমে
মুখ আমার পুড়ে।
দেশে দেশে সব দোষে,
তবু বাসে ভাল ॥
একটি মন্তব্য পোস্ট করুন
একটি মন্তব্য পোস্ট করুন
=== জয় গুরু ===
বিশুদ্ধ প্রচারের স্বার্থে, লিরিক্সে ভুলভ্রান্তি
অথবা, আপনার যে কোন মন্তব্য, অভিযোগ, অনুরোধ, আমাদের কমেন্ট করে জানান। ...