খোদা মিলে প্রেমিক হইলে -
পাবে না পাবে না খোদা
নমাজ রোজা কইলে ॥
খোদা যদি ধরতে চাও,
তাঁর সঙ্গে পিরীত বাড়াও।
মিলিবে মিলিবে খোদা,
প্রেমে তাঁর মজিলে ॥
মিলিবে না রে প্রাণের খোদা
তছবি টনকাইলে।
মিলবে না, মিলবে না খোদা
নাম তাঁর লইলে ॥
আল্লা আল্লা কইলে কিবা,
কলমাও পড়িলে ৷
পাইবে না রে প্রাণের খোদা,
মাথা কুটিয়া মইলে ॥
অন্য পন্থে না যাইয়া,
প্রেম পন্থে গেলে।
পাইবায় পাইবায় খোদা
হাছন রাজায় বলে ॥
একটি মন্তব্য পোস্ট করুন
একটি মন্তব্য পোস্ট করুন
=== জয় গুরু ===
বিশুদ্ধ প্রচারের স্বার্থে, লিরিক্সে ভুলভ্রান্তি
অথবা, আপনার যে কোন মন্তব্য, অভিযোগ, অনুরোধ, আমাদের কমেন্ট করে জানান। ...