খোদা মিলে প্রেমিক হইলে, রে মন,
খোদা মিলে প্রেমিক হইলে ॥
আর যদি খোদা ধরতে চাও-
তার সনে পিরীতি বাড়াও।
হায়রে, মিলিব মিলিব খোদা
প্রেমে তার মজিলে ॥
আর মিলিবে না রে প্রাণের খোদা
তছবি জপিলে ।
হায়রে, মিলবে না, মিল্বে না খোদা-
মাথা কুটি মইলে ।
আর মিলবে না রে প্রাণের খোদা,
নমাজ রোজা কইলে ।
হায়রে, মিলবে না মিল্বে না খোদা
হাছন রাজায় বইলে ॥
একটি মন্তব্য পোস্ট করুন
একটি মন্তব্য পোস্ট করুন
=== জয় গুরু ===
বিশুদ্ধ প্রচারের স্বার্থে, লিরিক্সে ভুলভ্রান্তি
অথবা, আপনার যে কোন মন্তব্য, অভিযোগ, অনুরোধ, আমাদের কমেন্ট করে জানান। ...