তারে কেউ ধরিতে না পারে
ধরিতে না পারে ।
সকল রঙ্গের মানুষ একটি
থাকে মোর ঘরে ॥
ঘরে থাকে, বাইরে থাকে,
থাকে সে অন্তরে।
তার লাগিয়া পাগল হইয়া
হাছন রাজা ফিরে ॥
রঙ্গ করে ঢঙ্গা করে
আর করে খেলা।
সেই মানুষে লাগাইয়াছে
ভবার্ণবের মেলা ॥
হাছন রাজা হইছে পাগল,
দেখিয়ে তার লাগি ।
তারে যদি ধরতে চাও
রাত্রি থাকিও জাগি ॥
একটি মন্তব্য পোস্ট করুন
একটি মন্তব্য পোস্ট করুন
=== জয় গুরু ===
বিশুদ্ধ প্রচারের স্বার্থে, লিরিক্সে ভুলভ্রান্তি
অথবা, আপনার যে কোন মন্তব্য, অভিযোগ, অনুরোধ, আমাদের কমেন্ট করে জানান। ...