ঠাকুর মোরে পার করবায় নি।
পয়সা কড়ি নাই
গফুর রহিম খেওয়ানী ॥
যত ধন ছিল মোর
সব হইল চুরি।
কেমনে হইমু পার
এই তাইসে মরি ॥
দাঁড়াইয়াছি নদী তীরে
হইয়া অস্থির।
ভরসা মোর আছে চিত্তে
আল্লা নবিজীব ॥
খেওয়ানীর মুখ দেখিয়া
মনে হইছে আশা।
পার করিয়া দিব মোরে
হইয়াছে ভরসা ॥
কান্দিয়া মিনতি করে
হাছন রাজা দাসা।
পার করিয়া চরণতলে
কর মোর বাসা ॥
এই ভিক্ষা চাই ঠাকুর
তোমার ঠাই ।
চরণ ছাড়া করিও না রে
তোমার দোহাই ॥
কান্দিয়া মিনতি করি
হাছন রাজায় কয়।
কিবা মোরে পদে রাখ
কিবা কর লয় ॥
একটি মন্তব্য পোস্ট করুন
একটি মন্তব্য পোস্ট করুন
=== জয় গুরু ===
বিশুদ্ধ প্রচারের স্বার্থে, লিরিক্সে ভুলভ্রান্তি
অথবা, আপনার যে কোন মন্তব্য, অভিযোগ, অনুরোধ, আমাদের কমেন্ট করে জানান। ...