প্রাণ বন্ধু মোরে
আলগ রাখিও না।
তোমারে হাছন রাজা
দুই জানে না ॥
তুমি আমি দুই নয়
এক বিনে জানি না ।
এক বিনে দুই থাকা
আমি মানি না ॥
হাছন রাজা জানে মিশতে
হইয়াছে ফানা ।
হাছন রাজায় এক বিনে
দুই জানে না ॥
হাছন রাজা মিশতে জানে
গাইতে আছে গানা।
আল্লা বিনে কিছু নাই
হাছন রাজার জানা ॥
তোমারেও হাছন রাজায়
দুই জানে না ।
প্রাণবন্ধু মোরে
আলগ রাখিও না ॥
একটি মন্তব্য পোস্ট করুন
একটি মন্তব্য পোস্ট করুন
=== জয় গুরু ===
বিশুদ্ধ প্রচারের স্বার্থে, লিরিক্সে ভুলভ্রান্তি
অথবা, আপনার যে কোন মন্তব্য, অভিযোগ, অনুরোধ, আমাদের কমেন্ট করে জানান। ...