প্রেম জ্বরে, আমি প্রাণে এখন মরি গো,
প্রেম জ্বরে।
এগো, প্রেম জ্বরে প্রাণ যায়,
এখন কি যে করি গো প্রেম জ্বরে।

ধরছে মোরে প্রেম জ্বরে,
কাম্পি আমি থরে থরে।
এগো এমন সময় প্রাণ প্রিয়সীয়ে
আঞ্জা দিয়া না ধরে ॥

প্রেম জ্বরে জ্বলিয়ে মরি, 
ঠাণ্ডা কর আসিয়ে পিয়ারী ।
(এগো) ঠাণ্ডা করিয়ে চরণ তলে
রাখ গো আমারে ॥

কাকুতি মিনতি করি,
শীঘ্র আইস প্রেমেশ্বরী ।
(এগো) প্রেমজ্বর ছাড়াইয়া মোরে
রাখ গো হুজুরে ॥

হাছন রাজা প্রেম জ্বরে,
এগো) ছট্‌ফট্ ছট্‌ফট্ করে।
(এগো) প্রিয়সীয়ে লও গো কোলে
দুঃখ যাউক মোর দূরে ॥