এ ধন যৌবন চিরদিনের নয় ৷
অতি বিনয় করে নিমাই
মায়েরে কয় ॥
কেউ রাজা কেউ বাদশাগিরি
ছেড়ে নেয় অধীন ফকিরি
আমি নিমাই, কি ছাড় নিমাই
ধন ছেড়ে বেহাল লয়েছি গায় ॥
যখন হাওয়া বন্ধ হবে
এই দেহ শ্মশানে যাবে
তখন কুঠাবালাঘর, কোথা রবে কার
ভবের লোভ-লালসে দুকূল হারায় ॥
যাও শচীমাতা গৃহে
আমারে বিসর্জন দিয়ে
এই বলে নিমাই, ধরে মাইয়ে পায়
ফকির লালন বলে ধন্য ধন্য নিমাই ॥
#LalonGeeti #LalonGiti #লালনগীতি
একটি মন্তব্য পোস্ট করুন
একটি মন্তব্য পোস্ট করুন
=== জয় গুরু ===
বিশুদ্ধ প্রচারের স্বার্থে, লিরিক্সে ভুলভ্রান্তি
অথবা, আপনার যে কোন মন্তব্য, অভিযোগ, অনুরোধ, আমাদের কমেন্ট করে জানান। ...