যেরূপে সাঁই আছে মানুষে
রসের রসিক না হলে
খুঁজে পাবে না দিশে 

বেদী ভাই বেদ পড়ে সদায়
আসলে গোলমাল বাধায়
রসিক ভেবে ডুবে হৃদয়
রতন পায় রসে 

তালার উপরে তালা
তাহার ভিতরে কালা
ঝলক দেয় সে দিনের বেলা
রসেতে ভেসে 

লা-মুকামে আছে নূরী
একথা-অকৈতব ভারি
লালন কয় তার দ্বারের দ্বারি
আদ্য মাতা সে 


#LalonGeeti #LalonGiti #লালনগীতি