যারে ভাবলে পাপীর পাপ হবে।
দিবানিশি ডাক তারে 

গুরুর নাম সুধা-সিন্ধু
পান কর তাহাতে বিন্ধু
সখা হবে দীনবন্ধু
তৃষ্ণা-ক্ষুধা রবে না রে 

যে নাম গ্রহলাদ হৃদয় করে
অগ্নিকুন্ডে প্রবেশ করে
কৃষ্ণ নরসিংহ রূপ ধারণ করে
হিরণ্য কশবকে মারে 

ভাবলি না শেষের ভাবনা
মহাজনের ধন ষোলআনা
লালন বলে মন রসনা
একদিনও তা ভাবলি না রে 


#LalonGeeti #LalonGiti #লালনগীতি