মুর্শিদ তত্ত্ব অথাই গভীরে।
চার রসের মূল সেই রস
রসিকে জানতে পারে ॥
চার পথের চার নায়েক জানি।
থাক আতশ পবন পানি
মুর্শিদ বলে কারে মানি
দেখ দেখি হিসাব করে ॥
শরিয়ত তরিকত আর যে
হকিকত মারফত লিখেছে
এই চার ছাড়া পথ আছে।
জানে দরবেশ ফকিরে ॥
পনের পোয়া দেহের বলন
করতে যদি পার লালন
তবে স্বদেশের চলন
জানবি সেই অনুসারে ॥
#LalonGeeti #LalonGiti #লালনগীতি
একটি মন্তব্য পোস্ট করুন
একটি মন্তব্য পোস্ট করুন
=== জয় গুরু ===
বিশুদ্ধ প্রচারের স্বার্থে, লিরিক্সে ভুলভ্রান্তি
অথবা, আপনার যে কোন মন্তব্য, অভিযোগ, অনুরোধ, আমাদের কমেন্ট করে জানান। ...