যার আছে নিরিখ নিরুপণ
দরশন সেই পেয়েছে।
তার অন্যদিকে মন ভোলে না
এক নাম ধরে আছে ॥
এই ভান্ডের জল ঢেলে ফেলে
শ্যাম বলে উঠাইলে
আধা যায় খাকে মিশে আর কি মিলে
সেখানে নাই টলাটল
সে অটল হয়ে বসেছে ॥
ক্ষণে আগুন ক্ষণে পানি
কি বল সে নামের ধ্বনি
দরবেশ সিরাজ সাঁইয়ের গুণি লালন কয় বাণী
সে যে বাতাসের সঙ্গে
বাতাস ধরে আছে বসে ॥
#LalonGeeti #LalonGiti #লালনগীতি
একটি মন্তব্য পোস্ট করুন
একটি মন্তব্য পোস্ট করুন
=== জয় গুরু ===
বিশুদ্ধ প্রচারের স্বার্থে, লিরিক্সে ভুলভ্রান্তি
অথবা, আপনার যে কোন মন্তব্য, অভিযোগ, অনুরোধ, আমাদের কমেন্ট করে জানান। ...