মলে গুরু প্রাপ্তি হবে
সেতো বড় কথার কথা।
জীবন থাকিতে যাকে
না দেখিলাম হেথা ॥
সেবা মূল করণ তারি
না পেয়ে কার সেবা করি
আন্দাজী হাতড়ে ফিরি
কোথা তার লতাপাতা ॥
সাধন হবে এই ভবে যার
সেই রূপ চক্ষে হবে নিহার
তাইরি বটে সেই রূপ সাকার
মেলে সে যথাতথা ॥
ভজে পাই কি পেয়ে ভজি
কোন ভজনে হয় সে রাজী
সিরাজ সাঁই কয় কী আন্দাজী
লালন ফকির মুড়ায় মাথা ॥
#LalonGeeti #LalonGiti #লালনগীতি
একটি মন্তব্য পোস্ট করুন
একটি মন্তব্য পোস্ট করুন
=== জয় গুরু ===
বিশুদ্ধ প্রচারের স্বার্থে, লিরিক্সে ভুলভ্রান্তি
অথবা, আপনার যে কোন মন্তব্য, অভিযোগ, অনুরোধ, আমাদের কমেন্ট করে জানান। ...