রোজার পরে আইল
খুশির ঈদের দিন
যে-রোজার বদলা দিতে
আল্লাহ নিজে রয় জামিন ॥
রোজা রেখে সাচ্চা দিলে
ইমান বিশ্বাসের বলে
শিশু যেমন মায়ের কোলে
জনম নিল নবীন ॥
ধুয়ে মুছে মনের কালি
মুখে আল্লাহ আল্লাহ বলি
একে অন্যে গলাগলি
কেউ কারে বাসে না ভিন ॥
বাদ-বিসম্বাদ সবাই ভুলে
আল্লাহু আকবর বলে
দাঁড়াইল এক সামিলে
ভেদ নাই ধনী-দীনহীন ॥
ইসলামে সৌন্দর্য কত
ভেসে উঠলো ছবির মতো
ধনীর কাছে আহ্লাদিত
অসহায় এতিম মিসকিন ॥
যা চেয়েছেন আল্লাহ-নবি
আজ ভেসেছে সেই ছবি
আমলনামায় লেখা হবি
কে কঠিন কে মোমিন ॥
যে আনন্দ আজ দেখা যায়
যে শান্তির বাতাস লাগে গায়
আবদুল করিম তাহাই চায়
খুশি হউক আসমান-জমিন ॥
একটি মন্তব্য পোস্ট করুন
একটি মন্তব্য পোস্ট করুন
=== জয় গুরু ===
বিশুদ্ধ প্রচারের স্বার্থে, লিরিক্সে ভুলভ্রান্তি
অথবা, আপনার যে কোন মন্তব্য, অভিযোগ, অনুরোধ, আমাদের কমেন্ট করে জানান। ...