পাগল দেওয়ানের মন কি ধন দিয়ে পাই ।
বলি আমার আমার কি ধন আমার
সদায় মনে মনে ভাবি তাই ॥
দেহ-মন-ধন দিতে হয়
সেও ধন তারই আমার নয়
আমি মুটে মোট চালাই;
আবার ভেবে দেখি, আমি বা কি
তাও তো আমার হিসাব নাই ॥
ওসে পাগলা বেটার পাগলা খিজি
নয় সামান্য ধনে রাজি
কোন ভাবে কোন ভাব মিশাই;
পাগলার ভাব না জেনে, যদি যায় শ্মশানে
পাগল হয় কি অঙ্গে মাখলে ছাই ॥
ওসে পাগল ভেবে পাগল হলাম
সেই পাগল কই সরল হলাম
আপন পর তো ভুলি নাই;
অধীন লালন বলে, আপনার আপনি ভুলে
ঘটে প্রেম-পাগলের এমনি প্রায় ॥
#LalonGiti #LalonGeeti #লালনগীতি
একটি মন্তব্য পোস্ট করুন
একটি মন্তব্য পোস্ট করুন
=== জয় গুরু ===
বিশুদ্ধ প্রচারের স্বার্থে, লিরিক্সে ভুলভ্রান্তি
অথবা, আপনার যে কোন মন্তব্য, অভিযোগ, অনুরোধ, আমাদের কমেন্ট করে জানান। ...