মুখের কথায় কি চাঁদ ধরা যায়।
রসিক না হলে।
সে চাঁদ দেখলে অমনি
ত্ৰিজগৎ ভোলে ॥
শম্ভু-রসের উপাসনা
না জানিলে রসিক হয় না।
গজমতী গোরোচনা
নানা শস্য যাতে ফলে ॥
মন-মোহিনীর মনহরা
যে রসে পড়েছে ধরা
জানতে পারে রসিক যারা
অহিমুণ্ড উভয় ধীর হলে ॥
নিগূঢ় প্রেম রস-রতির কথা
জেনে মুড়াও মনের মাথা
কেন লালন ঘুরছ বৃথা
শুদ্ধ সহজ রাগের পথ ভুলে ॥
#LalonGeeti #LalonGiti #লালনগীতি
একটি মন্তব্য পোস্ট করুন
একটি মন্তব্য পোস্ট করুন
=== জয় গুরু ===
বিশুদ্ধ প্রচারের স্বার্থে, লিরিক্সে ভুলভ্রান্তি
অথবা, আপনার যে কোন মন্তব্য, অভিযোগ, অনুরোধ, আমাদের কমেন্ট করে জানান। ...