পাখি কখন যেন উড়ে যায়।
বদ হাওয়া লেগে খাঁচায় ॥
খাঁচার আড়া পলো ধসে
পাখি আর দাঁড়াবে কিসে
ওই ভাবনা ভাবছি বসে
চমকজ্বরা বইছে যায় ॥
ভেবে অস্ত নাহি দেখি
কার বা খাঁচায় কে বা পাখি
আমার এ আঙ্গিনায় থাকি
আমারে মজাইতে চায় ॥
আগে যদি যেত জানা
জংলা কভু পোষ মানে না
[ তবে ] উহার সঙ্গে প্রেম করতাম না।
লালন ফকির কেঁদে কয় ॥
#LalonGiti #LalonGeeti #লালনগীতি
একটি মন্তব্য পোস্ট করুন
একটি মন্তব্য পোস্ট করুন
=== জয় গুরু ===
বিশুদ্ধ প্রচারের স্বার্থে, লিরিক্সে ভুলভ্রান্তি
অথবা, আপনার যে কোন মন্তব্য, অভিযোগ, অনুরোধ, আমাদের কমেন্ট করে জানান। ...